Sunday, August 10, 2014

বালিকা পুতুল

বালিকা পুতুল!তুমি কি যে চতুর?
মায়া ভরা আঁখি নিলা ভরা পাপড়ি
ঘুমাওনি বুঝি এখনও, সে তো আমি জানি
বাহিরে দেখ মেঘলা মেঘলা আকাশ
গুড়িগুড়ি বৃষ্টি, মন কাড়া তোমার সোপান
ব্যাকুনিটা তোমার জন্য এখনও অপেক্ষামান।

ভাবছটা কি শুনি? যতটুকু জানি!
হাবু ডুবু খাচ্ছ বুঝি-চিন্তার রাজ্যে এখনও তুমি!
হা হা হা ভাব, কিছু কথা বল!
পাও না বুঝি কোন কুল কিনারা
পাবে না! পাবে না! সেও আমি জানি।

বালিকা! বালিকা পুতুল! সেও তো তুমি
আমার একটা কথা শোন, রাগ করো না
তুমি তো এখন আর খুব ছোট নয়
হা হা হা লজ্জা পেয়েছ বুঝি?
লাজ লজ্জা শরম সব সব ছাড়
তোমাকে বলি শোন-মন দিয়ে শোন
চোখের পাপড়ি খোল মনের দরজা আলগা করো।

বালিকা পুতুল! বালিকা পুতুল!
মনটা খারাপ করে দিলাম বুঝি
ভালো লাগে নাই সেও আমি জানি
চিন্তা ভাবনা থামাও!একটু তাকাও।
খোলা খোলা দ্বার জানালাটা একটু সামলাও
পর্দাটা করে রেখেছ কেন আড়াল?
হা হা হা! হা হা হা! তুমি এখন কি করো
বলা যাবে না বুঝি? সেটাও কি বুঝি তুমি তুমি?