Saturday, July 12, 2014

প্রিয়লতা প্রিয়ব্যথা
       -মোঃ আনোয়ার হোসেন

প্রিয়লতা প্রিয়ব্যথা ছকে বাঁধা
প্রণয়ের প্রাণতরি চলে একা।

মায়াবী চোখে মায়া কাঁন্না
মন অনলে দেহ মায়া সুখে।

অনলের প্রহসন জীবনের অনসন
ভিখারী করেছে চোখের জল।

অধ আলো জ্বালো জ্বালো জ্বালো
কেমন করে মায়া জালে লুকালো!

কালো দীঘির পাড়ের বড় তালগাছটার নিচে
একাকিত্বের ঘন ঘটা বাজে আমার প্রাণে।

একা একাকি একাকিত্বে এক জনম জলন্ত নীরে
কেটে গেল আমার সাধের অবুঝ হৃদয়।

দুঃখ বিলাসী আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমার বুকে করে সহবাস।

আমি এক একাকি জাজাবর পাখি
দুঃখকে ভালোবেসে হয়েছি দুঃখ বিলাসী।

হারানো স্মৃতির কথা মনে পড়ে যায়
প্রিয় হারার ব্যথা কেমন করে ভুলা যায়।

No comments:

Post a Comment