Saturday, July 12, 2014

দুষ্টু বালিকা

     -মোঃ আনোয়ার হোসেন
বালিকা দুষ্টুমিটা বদলাওনি এখনও
দুষ্টুমিটা কি ছাড়তে পার না একটুখানি?

এই দেখ! মেঘ করেছে মেঘের ঘরে ছাইদানি
তোমার দুষ্টুমিটা এখন আমার কাছে পাগলামী।

আমি জানি,ঘুমোওনি সেও জানি
ঝড়ঝড় বৃষ্টি রিমঝিম শব্ধ মেঘ করেছে, 
ছায়াহীন কায়া খেলতে খেলতে বিলিন।

এই আছ, এই নেই, রুপকথা ছায়াহীন 
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা মনের ঘরে জানালা বাকা
ভিজে গেছে হাত পাখা তুমি যে খসড়া বালিকা।

যদিও বা মনটা পোড়াও যখন তখন ছাই ভস্ম 
ঘরের কোনে জানালা তারপর হাত বাড়াও।

বালিকা, যদি ধরতে পার একটা শিলের কণা
ভিজেছে বুঝি, গায়ে মাখছ বুঝি, ভিজা ভিজা শরীর।

চোখে মুখে কালো মেঘের সাদা বৃষ্টির ফোঁটা
নরম পায়ের নরম ছাপ আলতা রাঙা তোমার হাত
মাথার ওপর খোলা ছাদ তার ওপর সাদা আকাশ।

No comments:

Post a Comment