Saturday, July 12, 2014

আউলা বাউলা বালিকা
     -মোঃ অানোয়ার হোসেন
আউলা চুলে বাউলা চোখে
ঘুড়ি উড়ে আকাশ নীলে,
উড়ছে পাখি দুলছে ঘুড়ি
রং মহলে কড়া নাড়ে।

আউলা গায়ে বাউলা পাথে
দুর সেতারা সুর তোলে,
ওরে সুখ ওরে দুঃখ,
মিলে মিশে  সুখদুঃখ
সদর দরজা রঙের মেলা।

আউলা মুখে বাউলা বুকে
উরু উরু মুখে দুরু দুরু বুকে,
সাত সকালে পাড়া গায়ে
ধলা মেয়ে পেকুম তোলে।

আউলা সুখে বাউলা দুঃখে
অন্ধর মহলে বদ্ধ গলি
মাঝখানে কালো ঝর্ণাধারা,
দুই তীরে দুই নদী
মাঝখানে আঁধার গলি
মধু রসে বালা পূর্ণবতী।

No comments:

Post a Comment