Saturday, July 12, 2014

খেপা নাগর


      -মোঃ আনোয়ার হোসেন

ওরে ও আমার খেপা নাগর
তোর জন্য অমার মনটা পাগল।

অন্ধার ঘরের বান্ধা জালে
ভূইলা নাগর আইল ঘরে।

জালের মধ্যে ধরা পড়ল কৈ মাছ
নাগর আমার খারি খায় বারমাস।

জালের সুতা টেনে ডাঙ্গায় তলি
জাল ঝেড়ে কৈ মাছ বাছে।

ডুলার মধ্যে যতন করে কৈ মাছ রাখে
নদীর জলে নাগর আমার খেপলা জাল বায়।

নাগর আমার কৈ মাছে প্রাণ
গরম তৈলে প্রাণ যায় না আর।

ওরে ও আমার খেপা পাগল
দরত দেখিয়ে খাইলি ডাগর।

জলে মাঝে দুলছে নাও
ওরে আমার বৈঠা দিয়ে যা।

হেইয়া রে হেইয়া রে হেইয়া রে 
মনটা আমার খেপাস নারে।

মন মাজারে খামছি মারে 
ইছামতি নদী তোর বহনে।

ও অমার দরদীয়া নাগর
উতাল পাতাল করিস না এখন।

No comments:

Post a Comment