Saturday, July 12, 2014

মায়ার বাঁধন
      -মোঃ আনোয়ার হোসেন

প্রকৃতির সুবাতাসে ওড়নার সমীবরণ কৃষ্ণকলি
কাঁচা কচি মুখে আস্ত একটা আস্তরণ বুকের মায়াজালে
সিল্কের টানে আলুথালু শিহরণ অশ্রুজলে।

প্রিয় সঙ্গলিন্সার পাঁজরে ফুটেছে কঁড়ি উতলা আচরণ
উড়িছে চুল, দুলিছে দোদুল, ভুলিছে ভুল পিঠের বুলবুল
স্যামা মেয়ের স্যামা বুকে একি চঞ্চল হাসি খেলা করে।

পোড়া চোখে বুক চেপে কালো মায়া কড়া নাড়ে
মায়াও বাঁধন  মায়ার জালে মরমিয়া বাদর নাচে
চঞ্চল সুখে চক্ষু লজ্জা মথে গ্রীবা তিল ডাকে।

হেসে করে কোলাকোলি গেয়ে করে দোলাদোলি
সত্ত্ব কায়ার এলোমেলো দুরু দুরু দারুন বুকে
কালো তিলের দাগ দাসি বাজে অফ্রিকা মহাদেশে।


No comments:

Post a Comment