Saturday, July 12, 2014

মনের মনির

      -মোঃ আনোয়ার হোসেন
ওরে কাঁচা বাঁশের খাঁচা
সে যে একদিন যাবে খসিয়া,
সেদিন আমি যাব উড়িয়া।

যদি আমি ভাংতে পারিতাম 
তার কাঁচা বাঁশের শিক,
আমি উড়াল দিয়ে যাইতাম
সে যে মদনপুরের দিক।

যতই তুমি বাইন্দা রাখ
মনটা কি আর ছোট খাট,
ঘুমাইলে পড়ে মনটা যায অচিনপুরে
মরা শরীর পইড়া থাকে ঘুমের তরে
সে যে কাঁচা বাঁশের খাঁচায়।

আসমান থাইকা আইল অশরীর
জাগাইয়া দিল মনের মনির।

No comments:

Post a Comment