Wednesday, July 9, 2014

বালিকার ফোন
       -মোঃ আনোয়ার হোসেন

-হ্যালো তমাল! কেমন আছ?
 বলো শোনছি, ভালই আছি রোধ হয়।
-তমাল, তুমি আমার খবর নেও না কেন?
ব্যস্ত থাকি তো তাই সময় পাই না।
- তুমি ইচ্ছে করলে ফোন দিতে পারতে,
বলো, একটু ফ্রি আছি।
-না থাক কিছু বলতে চাই না।
আচ্ছা! বলতে না চাইলে থাক।
-তুমি কি জানতে চাইবে? কেন ফোন দিয়েছি।
কি! কিছু বলতে চাও, বলো শোনব।
-হুম! মনে আছে আমার কথা।
পড়ে মাঝে মধ্যে।
-ভাব তুমি আমাকে।
মাঝে মাঝে মানে পড়ে।
-আমার বিশ্বাস হয় না।
কি বলছ তুমি?
-কেমন বোকা সোকা ভাবনা তোমার।
তা আমি বুঝি।
-তুমি কি আগের মতই আছ?
হুম!একটু মোটা হয়েছি।
-তুমি আমাকে জানলে না।
বোধ হয় তাই।
-আসলেই, তুমি নিজেকেই লুকাও কেন?
জানি না তো বুঝি না।
-থাক তোমাকে আর বুঝতে হবে না।
ফোনটা কি আমি রাখতে পারি।
-তোমায় আর কখনও ফোন দেব না।
খবর নিয়ো না ভাল থেক,প্লিজ।

No comments:

Post a Comment