Saturday, July 12, 2014

কাঁচা বাঁশ

     -মোঃ আনোয়ার হোসেন
কাঁচা বাঁশের পাক ধরেছে
যতন করার কেউ নাই।

গেরস্ত কয়:কেবলি পাক ধরেছে
আর কয়টা দিন না হয় যাক।

কাঁচা বাঁশের আর তো দেরী সয় না
অইকা কুনসি শুকাইয়ে যায়।

ঝড় বৃষ্টিতে ধরেছে পচন
রোদে শুকিয়ে ঝড়ে যায়।

গেরস্থ কুড়ায়ে নিয়ে মাচায় তুলে রাখে
গ্রাম বধূ চুলার কাষ্ঠ খড়ি বানায়।

পুড়ে পুড়ে হয়েছে ছাই 
কাঁচা বাঁশের পাকা শরীর।




No comments:

Post a Comment