Tuesday, June 17, 2014

গ্রামীণ বালিকা

মাথার ঘোমটা, চুলের বেনি,
বুকের আঁচল, লাজ-লজ্জা-শরম।
শায়া ব্লাউজ শাড়ি ব্রা,
গায়ের কাপড় কিছুই রাখতে পারি না।

অন্ধকার তো হে সর্বস্ব খোলা
দাঁতের দংর্শন, নখের আঁচড়,
জিহ্বার লেহন, নাজ লজ্জা শরম;
গায়ের জা্লা কিছুই সহ্য হয় না।

অন্ধকারের ছায়া যখন শরীর
আবডাল করে রাখে একটু একটু করে
জ্যোস্নার শরীর কাঁপছিল দেহটা নেচে উঠে
চারিদিকে নিরবতায় ছেয়ে গেল।

No comments:

Post a Comment