Sunday, June 22, 2014

বালিকার মৌনতা

মৌনতা, 
তুমি কি এখনও বালিকা?
সে তো আমি জানি না।

মৌনতা,
তুমি এখনও কি কথা ভাব?
সে তো তোমাকে বলা যাবে না।

তোমার পাশে সে কে?
তুমিই বল আমি জানি না।

তোমার ঘুম নাই চোখে মুখে
ঘুম কেড়ে নিয়েছে সে কে?
মন ভালো নাই এখন কেন?

মুখময় নিয়নিতর নিরবতা
মুখাসন মায়াবি অতল
হাত বাড়ালে অম্লতা ঝড়ে
পা বাড়ালে শিরশির করে কাঁপে
চুলের অরণ্যে চোখের নোনা জলে।

আগুন পানির খেলা আমাদের মনে
এসেছে আগুন নেছে উঠে ফাগুন।

অম্ল বৃষ্টি ঝড়ে স্যাঁতসেতে অরণ্যে
নেষার ধুম মনের চাপ হয় দ্বিগুন।

মৌনতা নেচে যা আর যে পারি না
শেষ হবে আমাদের স্বাদের এখন।

মৌনতা,
তুমি কি এখনও বালিকা?
চৈতালি হাওয়া বইছে আমার গায়ে
সে যে অম্লকান্তির চৈতন্য দুপুরে;
মন ভরেছে এখন মন যে যেমন তেমন।

চৈতালি হাওয়া বইছে আমার গায়ে
সে যে অম্লকান্তির চৈতন্য দুপুরে।


No comments:

Post a Comment