Thursday, June 19, 2014

বালিকা তুমি

বালিকা, তুমি যখন নারী;
তোমার ভরাট উচাটন বুকের পাঁজরের,
উৎতপ্ত দুইটি সাদা আগুনের কুন্ডিলি।

আমি জানালার নগ্ন পর্দার আবডালে;
তোমার শরীরের উৎতাপ দেখার জন্য,
তখন হাঁটু জলে নাইতে নামি;
শরীরের উৎতাপ সামলাতে।

তুমি যখন শাড়ির আবডালে;
শাড়ি ন্যায় রঙের ব্লাউজ,
কাঁচুলি আবডালে লুকানো,
দুখানি নগ্ন ভরাট বুকের,
মধুমাখা খোাঁপা;
ব্লাউজের নীচে থেকে একটু একটু খুলছিলে;
পর্দার জ্যোস্নার আবডালে দন্তায়মান আমি।

এক আলোকিত ধবধপে সাদা মসৃণ নগ্ন চাদর;
ধুসর কালো মৃদু আকাঙ্খার অন্ধকার,
তোমার উৎক্ষিপ্ত উদ্ধেলিত,
খোলা ভরাট আকাঙ্খার ঢেউ,
চাঁদের ন্যায় সাদা মাংস পিন্ড।

তুমি অন্ধকারে আলোকময় আঁধারে
সর্বস্ব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিলে।

আমার উমুক্ত বুকের নগ্ন পাঁজরে;
তোমার শরীরের দশ দিগন্তে-
জোড়া তালি দিয়ে-
অম্লান ঢেউ জেগে উঠে।

আমার চোখের উতাল পাতাল আকাঙ্খার তপ্ত জ্বালা
একদিন কামড়ে ছিঁড়ে মিটাই রক্তের তৃষ্ণার উষ্ণতা।





 

No comments:

Post a Comment