Friday, June 27, 2014

বালিকা ঘুমোওনি

ঘুমোন্তলা,
ঘুমোওনি সে আমি জানি
ঘুম ঘুম চোখে কত কথা মনে পড়ে
চুপি চুপি সারে রাত্রি নীল গগনে।

এই শোনও না,
বলো, শোনছি তো!
সবুজ ছায়ায় ঘেরা এই শুভ্র বিছানা
চারিদিকে রাত্রির নিটল নিরবতা
ঘন ঘন কুকুরের বিভর্ষ চিৎকার
সূক্ষজালের জ্যোৎস্নার আলো ছায়া
কেঁটে গেল দুজনার কত বেলা।

একটা আলাদা নিঃশ্বাস আলো আঁধারের বিশ্বাস
পাশাপাশি দুজনা কি শিহরণ! কি আলোরণ!
কি আশ্চার্ষ! আমরা দজনা খেটে খুঁটে ঘুম।

ঘুমোন্তলা,
ঘুমের নিবদ্ধ সাগরে বেভুলে তুমি এখন
তুমি আমি হব একা আকাশের নাই কোন সীমানা
একাকি একাত্বি অটবি অননে অন্য ভুবনে।

No comments:

Post a Comment