Tuesday, June 24, 2014

বালিকার মধ্যরাত

এখন মধ্যরাত চারিধারে অন্ধকার
মৃদু মৃদু হাওয়া সব কিছু একা একা।

আঁধারের মশারি আলো ছায়ায় ঘেরা আকাশ
শুভ্র বিছানায় তুমি যেন চাঁদের হাসি;
উচাটন বুক নীচাটন মৃদু নরম দেহ
চোখের ভেতর কেন আগুন জ্বাল?

মনে মনে বলি,
কেমন করে বলি!
তোমারে যে কী করে বলি?
এ যে আগুন পানির নীলা আভাস
কষ্টে দরজা
দুখের জানালা নেবে না!
গায়ের পর্দা গায়ে রাখতে পারি না।

খোলা ঘর ঘোলা জানালা
খোলা খোলা দেহ মন প্রাণ
মন করে আনচান সারা ঘর।


No comments:

Post a Comment