Tuesday, June 24, 2014

বালিকা বধূ

বধূ বালা কোথায় যাও এত তাড়া!
আমি এক পথ ভূলা,
মায়ারও বাঁধন ব্যথা করি বিতরণ।

বধূ বালা নিতে পার ষোল কলা
সর্ব শরীর জীবন্ত আমি এখন ঘুমন্ত
ঘুমের ভেতর বলি কেমন করে জানি!

বধূ বালা খোঁপার আঁচল খোল না,
হাতের তলে হাত খাঁটি ভালোবাস থাক
ওষ্ঠ-অধরের লালা মধুর মতো লাগে আমার।

বধূ বালা গোপন আর থেক না
আমার ভেতর আমি তোমার ভেতর কে তুমি
খুঁজব নাড়ব খুঁজে দেখি একটু খানি।

বধূ বালা চুলের গোছা একটু সামলাও
দীঘল কালো চুল বাতাসে খায় দুল
এলোমেলো শাড়ি আঁচলে মুখ মুছি এখন।

বধূ বালা কিছুটা কি ঢেকে রাখা যায় না?
এত বড় চোখ ফঁটে আছে সুখ!
সুখের সময় মন্দা যায় রে আমাদের।

বধূ বালা কি যে হলো ভূলা তো যায় না!
যুগল অরণ্যে ঝর্ণার জলে স্নান শেষে
ঘুমিয়ে থেকে ভুব দেও প্রাণ অনলে।

No comments:

Post a Comment