Friday, June 20, 2014

বালিকার সভাব

বালিকা
তুমি এখন সাবালিকা
কিছু কথা বলি
শোন।

তোমার খোঁপা ভরা একগুচ্ছ
মেঘের মতো দীঘল কালো চুল
সিঁথিতে একটা কালো তিল।

মুখমন্ডল মুখোমুখি লাজ লজ্জা শরম
মুখময় ভরাট পানপাতার ছাপচিত্র।

চোখের কোণে মায়া মমতা
নীলা ভরা আগুনের নীলা চোখ।

বক্ষ পাঁজরে ভরাট হাসি
দুই বোন পাশাপাশি
মিলেমিশে থাকে
হাসি আর খুশি।

শাড়ির পাড়ে চাঁদের রাশি
নাভী মূলে চাঁদের কলঙ্গ বুঝি।

শায়া শাড়ির নীচে ঝিনুকের বাস
বালু খেয়ে গড়ে মুক্তার হার।

বালিকা
তুমি এখন আবার বালিকা
শোন, আমার কথা শোন।

No comments:

Post a Comment