Wednesday, June 18, 2014

অতলানিন্দ্রা

অতলানিন্দ্রা!
ঘুমিও না এখন।
এই শোন! চুপিচুপি বলি শোন,
কান পেতে রাখ।

তুমি কি আমার মনের ভাষা বুঝ?
রাতের কাছে বলি, তুমি শোন।
হাঁটু জল করে বুকের মধ্যে টলমল,
লেগে গেছে জলের সবুজ শেওলা,
জলে তা ধোয়া যায় না।

মিহি সুতার শুভ্র বিছানা,
চাঁদের আলোয় আলো-ছায়ায় মাখামাখি;
দুজন দুজনা মিশে আছি আদি একজনা।

এতক্ষণ পাশাপাশি ছুঁয়ে দেখি তোমার আঁখি,
সৌদ তাঁরা অর্ধরাত্রি কেটে গেছে দুজনার।

বহুক্ষণ মুখোমুখি মুখাসন
একবার আঁখি মেলে দেখি।

চোখে চোখ রাখি মনে মনের কথা বলি শোন;
একটু একটু করে খুলছিলে চোখের পাপড়ি,
তুমি যখন নীল শাড়ি অমি তখন আড়ি পেতে দেখি
শাড়ি আবডালে খুলছিলে শুভ্র বিছানার নীল চাদর।

আমার হাতে তোমার হাত সব কিছু ভুলে থাক
বুকের পাঁজরে করে ধুক ধাক তবলা নাচ।





No comments:

Post a Comment