Monday, June 23, 2014

অতলা আমি একলা বালিকা

অতলা, আমি যে উতলা;
বলো শুনি।

আমি ষোল।
তুমি যে কত?
ষোল ষোল ষোল 
ষোল কলা বলো।
ষোল না হয় তো তেব;
জ্বালাস না যে খেপাস না;
দিন নাই, রাত নাই;
ষোল কলা পাষাণ।

আমি শুই অতলা তুমি বসো;
এই! এই নতজানু যা।
চার দেয়ালের আবডালে পুড়ে,
লাজ লজ্বা শরম।

জ্বালাস না রে পুড়াস না রে,
জানটা ধরে রাখ - তরতরে তাজা,
যেমনি অন্ধকার তেমনি গরম ভাব,
হাওয়াটাও হয়েছে কেমন!
মনের মধ্যে অন্ধাকারের শীতল তাপ।




No comments:

Post a Comment