Thursday, June 19, 2014

বালিকা কখনও হয় সাবালিকা

বালিকা তুমি এখন সাবালিকা।
কী ভাবছ? নীল রাত্রি সাথে শুয়ে
একা একা একাকিত্বের অরণ্যে।

ঘুম নাই চোখে মনের গহিনে,
রাত্রি জেগে রাত্রিকে কর নির্ঘুম,
শুধু শুধু ভাবনা সাগর পাড়ি দেওয়া।

তোমার চোখের পর্দা খোল,
মনের জানালা খুলে দাও।

দেখ! পাশের ঘরে নীল অন্ধকারে,
তোমার আপন বোন তোমাদের তরে,
অন্ধকারে নীল নীল যন্ত্রণায় কাতর।

তোমার আপন বোনের প্রেমিক খেয়ে গেছে মধু;
সেই শোকে বেঁচে নিয়েছে অন্ধকার দুনিয়ার সর্বস্ব।

ও ঘরে দেখ!
তোমার মায়ের আলাপ চারিতা,
ছোট বেলার প্রেম জেগে উঠেছে,
চল্লিশ বছর বয়সে।

তোমার বাবার সময় কাটে বান্ধুবিদের ডিনারে;
তার রাত কাটে নেষার ঘোরে।

তোমার পাশের বাড়ির ছেলেটি;
তোমার অপেক্ষায় অধির,
তার কী নেই অন্য কোন প্রেমিকা?

বালিকা চোখ খুলে দেখ
নিজের বুকে হাত রাখ;
কাল কাল গেল কালো রাত্রি।

তোমার জীবনে কী আসবে না,
কালো রাত্রির সুদিন?

বালিকা তুমি এখন সাবালিকা;
তুমি কি এখনও ভাবছ আর?

No comments:

Post a Comment