Wednesday, June 25, 2014

আউলা বাউলা বালিকা

আউলা চুলে বাউলা চোখে
ঘুড়ি উড়ে আকাশ নীলে,
উড়ছে পাখি দোলছে ঘুড়ি
কড়া নাড়ে রং মহলে।

আউলা গাঁয়ে বাউলা পথে
দুর সেতারা সুর তোলে;
ওরে সুখ ওরে দুখ
মিলে মিশে হয় সুখদুখ,
সদর দরজা রঙের মেলা।

আউলা সুখে বাউলা দুখে
অন্ধর মহলে বন্ধ গলি,
মাঝখানে তার ঝর্ণাধারা
দুই তীরে দুই নদী,
মাঝখানে আঁধার গলি
ঝর্ণার জলে বালা 
স্নান করে হয়েছে পূর্ণবতী।

আউলা সুখে বাউলা বুকে
উরু উরু সুখে দুরু দুরু বুকে।

সাত সকালে পাঁড়া গাঁয়ে
ধলা বালিকা পেকুম তোলে।

No comments:

Post a Comment